Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ঢাকামুখী মানুষের ঢল

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১:৪৬ পিএম | আপডেট : ২:১১ পিএম, ১০ জুন, ২০১৯

ঈদের ছুটি শেষ হওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েছে। লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের ঢল নেমেছে।

এদিকে ফেরিগুলোতে যাত্রী চাপ থাকলেও পরিবহন চাপ কম রয়েছে।

সোমবার সকাল থেকেই কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে দক্ষিণাঞ্চলের যাত্রীরা পারাপার হয়ে কর্মস্থলে ফিরছেন।

বিআইডব্লিউটিএ ও ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষ হওয়ায় গত কয়েক দিনের তুলনায় সোমবার কর্মস্থলমুখী যাত্রী চাপ অনেক বেড়েছে। যাত্রী চাপ সামাল দিতে এই ১৮টি ফেরি নৌরুটে ৮৭টি লঞ্চ, দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে।

রোববার থেকে পণ্যবাহী ট্রাক পারাপার শুরু হয়েছে। তবে মোটরসাইকেল ও যাত্রীদের পরিমাণ বেশি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ