Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে মোটরসাইকেলে নসিমনের ধাক্কা, মামা-ভাগিনা নিহত

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১০:২৯ এএম

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে নসিমনের ধাক্কায় মামা ও ভাগিনা নিহত হয়েছেন। নিহতরা হলেন, মো. সুমন হোসেন (৩৮) ও মো. তামিম (১৪)।


রোববার রাতে রামগঞ্জ-ঢাকা মহাসড়কের যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

মো. সুমন হোসেন রামগঞ্জ জিয়াশপিং কমপ্লেক্সের ব্যবসায়ী। তিনি রামগঞ্জের ভূঁইয়া আলী পাঠান বাড়ির মৃত আবদুল মান্নানের ছেলে ও ভাগিনা তামিমের বাড়ি চাটখিল উপজেলার শাহাপুর গ্রামে।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রাতে দোকান বন্ধ করে মামা ও ভাগিনা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

বালুয়া চৌমুহনী বাজারের অদূরে যুগী বাড়ির সামনে পৌঁছালে রামগঞ্জের সাথী ডেকোরেটরের একটি নসিমন তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সুমন ও তার ভাগিনা তামিম ঘটনাস্থলেই মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ