Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কার বিপক্ষেই ফিরছেন রুবেল!

একাদশে পরিবর্তন চান আশরাফুলও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

টানা দুই ম্যাচে হারলেও, এখনো সেমিফাইনালে খেলার স্বপ্ন ফিকে হয়ে যায় নি। বরং দলে কিছু পরিবর্তন এনে সঠিক পরিকল্পনা নিয়ে মাঠে নামলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেই জয়ের ধারায় ফিরবে বাংলাদেশ। এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে রুবেল হোসেনকে নেয়া ছাড়াও বড় মঞ্চে বরাবর পারফর্ম করা মাহমুদউল্লাহ’র ব্যাটিং অর্ডার নিয়েও টিম ম্যানেজম্যান্টের ভাবনায় পরিবর্তন আনা উচিৎ বলে মন্তব্য করেন আশরাফুল।

স্বপ্নের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় যে স্বপ্নের পরিধি বাড়িয়ে দিয়েছিলো বহুগুন। তবে ফিরতে হয়েছে বাস্তবতায়। টানা দুই হারে সেমির স্বপ্ন পূরণ হবে কি না তা নিয়েই এখন অনেকে সন্দিহান। নিউজিল্যান্ডের বিপক্ষে লড়েছিলো টাইগাররা। কার্ডিফ বলেই ইংল্যান্ড বধের আর একটা গল্প লিখতে চেয়েছিলো মাশরাফির দল। কিন্তু ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কিছুই হয়নি পরিকল্পনা মত। তবে এখানেই শেষ দেখছেন না, সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আবার একটা জয়ই চাঙ্গা করে দিবে দলকে। জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেন, ‘দুই ম্যাচ পরাজয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কোন প্রভাব ফেলবে না। কেননা এবার বিশ্বকাপে তারা খুব একটা ছন্দে নেই। তবে, আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে।

ইংল্যান্ডের বিপক্ষে বড় হারের পর, সমালোচনা হচ্ছে দল নির্বাচন নিয়েও। রুবেল দলে নেই এ নিয়ে অনেকেই সরব। শুধু রুবেলের অন্তর্ভুক্তি না দলের ব্যাটিং অর্ডারেও পরিবর্তনের পক্ষে এই সাবেক অধিনায়ক। আশরাফুল বলেন, ‘একটা পরিবর্তন হলে দলে সামঞ্জস্য আসবে। মাহমুদউল্লাহ পাঁচ নম্বরে খেললে এবং রুবেলকে দলে নিলে সমস্যা সমাধান হয়ে যাবে।’ গেল কিছুদিন ধরেই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দ্বৈরথ বেশ উত্তেজনা ছড়ায়। যার মূল কারণ চান্ডিকা হাথুরুসিংহে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা শুধু মর্যাদার লড়াই না, এই ম্যাচেই নির্ভর করছে টাইগারদের বিশ্বকাপ গতিপথ। তিনি আরো বলেন, ‘শ্রীলঙ্কার টিমটা ভালো। কিন্তু তারা ভালো খেলতে পারছে না।’

রুবেলকে দলে নেওয়ার দাবী উঠেছিল ওভালে নিউজিল্যান্ডের ম্যাচেই। কিন্তু বাংলাদেশ দলপতি মাশরাফি যুক্তি দেখিয়ে বলেছিলেন, যেহেতু ডেথ ওভারে সাইফউদ্দিন ভাল বল করছে সেহেতু রুবেলের বিষয়টি টিম ম্যানেজমেন্টের মাথায় নেই। টিম কম্বিনেশনের কারণে একাদশের বাইরে থাকতে হয়েছে রুবেলকে।দলের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ’কাউকে মিস করা ব্যাপার না, সে এখনও দলে আছে এবং আশা করি ইনশাআল্লাহ সবাই সবার সেরাটাই দিচ্ছে, কারও হচ্ছে কারও হচ্ছে না। সঠিক সময়ে যেটা প্রয়োজন সেটা হলেই হবে।’

অথচ এই রুবেলের পেস আক্রমণেই গেল বিশ্বকাপে থরহরিকম্প ছিল ইংল্যান্ড। অ্যাডিলেডে ৯.৩ ওভার বল করে ডাগ আউটের পথ দেখিযেছিলেন ৪ ইংলিশ ব্যাটসম্যানকে। তাতে গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপ ছাড়া হয়েছিল ক্রিকেট কুলিনরা। শুধু ওই বিশ্বকাপেই কেন? ইংলিশ কন্ডিশনে বরাবরই অদ্বিতীয় এই টাইগার সুইং বোলার। হালেও তার বোলিং সামর্থ্য নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। কিন্তু সেই রুবেলকেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে একাদশ থেকে বাইরে রাখা হচ্ছে! বিষয়টি তাই বাংলাদেশ দলের সমর্থকদের মনে প্রশ্নের উদ্রেক করছে, কেন ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় পেসার হিসেবে তাকে রাখা হল না? কেন এই ম্যাচেও নতুন মুখ দেখল না টাইগার।

তবে পরের ম্যাচে রুবেলকে দলে নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি বলেন টিম কম্বিনেশনে রুবেলকেও দলে নেয়া হবে তবে কার পরিবর্তে নেয়া হবে সেটা এখনো নিশ্চিত নয়।এদিকে মিঠুনের পরিবর্তে নেয়া হবে লিটন দাসকে। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এক জয় ও দুই হারে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে বাংলাদেশ। আগামাীকাল শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামবেন লাল-সবুজ জার্সিধারীরা। এ ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চান তারা।



 

Show all comments
  • Mustafizur Rahman ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    যাক খুব বেশি দেরি হওয়ার আগেই টিম ম্যানেজমেন্ট এর ঘুম ভাঙলো।
    Total Reply(0) Reply
  • M HASAN FUAD ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 1
    মিরাজকে বাদ না দিয়ে সাইফউদ্দিন/মোস্তাফিজ/মাশরাফির মধ্যে কাউকে বাদ দিয়ে রুবেলকে আনুন। সাব্বিরকেও একাদশে রাখুন। ৬/৭ একজন হার্ট হিটার ব্যাটসম্যান খুব দরকার। সাব্বির এখানে মন্দের ভালো। কারন আর কেউতো নেই। তবে আরিফুল বা ইয়াসির আলি হলে আরো ভালো হতো।
    Total Reply(0) Reply
  • S. M. Abdul Haque ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 1
    লিটন ঠিক আছে কিন্তু মেহেদি মিরাজকে তুলে নেওয়া ঠিক হবেনা। যে উইকেট যে যে কেউ মার খাবে তবে শ্রীলঙ্কা বলে কথা। সাইফুদ্দিন ঠিক আছে সে ব্যাট করতে পারে। মোস্তাফিজকে বিশ্রাম দেওয়া যায়।
    Total Reply(0) Reply
  • Md. Mahbubur Rahman ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    Saifuddin batting ability must be considered.
    Total Reply(0) Reply
  • Md. Mahbubur Rahman ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    Saifuddin batting ability must be considered.
    Total Reply(0) Reply
  • Md. Mahbubur Rahman ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    Saifuddin batting ability must be considered.
    Total Reply(0) Reply
  • arifur ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 1
    মাশরাফি কে বসিয়ে রুবেল কে নিন।
    Total Reply(0) Reply
  • Md Akram Hossin ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    it would be good decision to replace Miraz for Rubel.
    Total Reply(0) Reply
  • Jahidul Islam ১০ জুন, ২০১৯, ১২:৫৫ এএম says : 0
    লিটন দাসকে প্রথম থেকেই দলের প্রথম একাদশে রাখা উচিত ছিল। সে মিঠুন থেকে বেশি বল খেলার ক্ষমতা রাখে।
    Total Reply(0) Reply
  • Saif Jewel ১০ জুন, ২০১৯, ১২:৫৬ এএম says : 2
    মাশরাফির বদলে রুবেল আর মুসাদ্দেকের বলে আবু যায়েদ রাহিকে খেলানো হোক। সিমিং কন্ডিশনে মাশরাফি বাদে সব পেসার খেলানো হোক। আর মিথুনের জায়গায় খেলুক লিটন দাশ।
    Total Reply(0) Reply
  • Subhajit Banerjee ১০ জুন, ২০১৯, ১২:৫৬ এএম says : 0
    মিরাজ কে বসানো খুব বাজে সিধান্ত । সৌম্য আর মুসাদ্দেক কে দিয়ে ১০ ওভার করানো যায় । ওই সইফুদ্দিনের জযায়গায় রুবেল আসুক
    Total Reply(0) Reply
  • Mohammad Alam ১০ জুন, ২০১৯, ২:৫৫ এএম says : 0
    Miraj can bat and bowl also a very good fielder,I think we should get Liton das and drop Mithun and get Rubel and drop Mosaddek.We need Mash for his brilliant captaincy not because he is a very good bowler.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ