নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরুর পর টানা দুই হার। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় অবশ্য প্রাপ্তি ছিল অনেক। অল্প পুঁজি নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিক জোর দেখা গিয়েছিল সেদিন। কিন্তু স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সেসবের দেখা মেলেনি। সাকিব আল হাসানের সেঞ্চুরি বাদ দিলে এ ম্যাচে বাংলাদেশ পায়নি কিছুই। তবে এই দুর্বল পারফরম্যান্স নিয়ে মাথা ঘামিয়ে ঘুম হারাম করতে নারাজ মেহেদী হাসান মিরাজ। এই স্পিন অলরাউন্ডার প্রত্যাশা করছেন, পরের ম্যাচেই শক্তিশালীভাবে ফিরবে বাংলাদেশ। ঘুরে দাঁড়াবে ধাক্কা কাটিয়ে।
গতপরশু কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ১০৬ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ইংল্যান্ড ৬ উইকেটে ৩৮৬ রান তোলার পরই আঁচ করা গিয়েছিল ম্যাচের ভাগ্য। লক্ষ্য তাড়ায় সাকিব বিশ্বকাপে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিলেও তাকে সমর্থন দিতে পারেননি বাকিরা। তার আগে বোলিংয়ে ছন্নছাড়া ছিল বাংলাদেশ। ফিল্ডিংয়ে করেছিল একের পর এক ভুল। সবমিলিয়ে ক্রিকেটারদের শরীরী ভাষাই ছিল দুর্বল। তবে এই এক ম্যাচেই বাংলাদেশ সব হারিয়ে ফেলেছে- এমনটা ভাবছেন না মিরাজ। সেমিফাইনালের খেলার যে লক্ষ্য নিয়ে টাইগাররা ইংল্যান্ডে গেছে, সেটা ফের মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘এটা আমাদের খুব বেশি পেছনে ঠেলে দিয়েছে এমনটা নয়। যদিও আমরা টানা দুটি ম্যাচ হেরেছি। তবে এখনও ছয়টি ম্যাচ বাকি। আর আমরা যদি পরের দুই-তিনটি ম্যাচে ভালো করি, তবে আমরা বিশ্বকাপে টিকে থাকছি।’
বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল। এদিন ব্রিস্টলে শ্রীলঙ্কার মুখোমুখি হবেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। আইসিসি র্যাঙ্কিং, দলীয় শক্তি ও সা¤প্রতিক পারফরম্যান্স- সব বিচারেই লঙ্কানরা পিছিয়ে। তাই ওই ম্যাচটাকে ভীষণ গুরুত্বের সঙ্গে নিচ্ছে বাংলাদেশ। মিরাজ জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ তারা, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের শক্তিশালীভাবে ফিরে আসতে হবে। এটা নিশ্চিত করতে হবে যে, আমরা আমাদের সেরাটাই দেব। আমরা নিজেদের মধ্যে কথা-বার্তা বলে কেবল আগামী ম্যাচগুলোর দিকেই নজর রাখব। কারণ, যে তিনটি ম্যাচ খেলেছি সেগুলো এখন অতীত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।