নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আশির দশকের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন ক্লাইভ লয়েড। তার নেতৃত্বে টানা দুবার বিশ্বকাপ জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় এই কিংবদন্তি ক্রিকেটার বলেছেন, বিশ্বকাপ ট্রফি জেতার চেয়েও যেটি দেখে ভালো লাগছে, আমাদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং দেখে বিশ্বের অন্য ক্রিকেটাররা ভয় পেতে শুরু করেছে।
বিশ্বকাপের প্রথম দুই আসরের শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় আসের ফাইনালে খেলে হেরে যায়। সবশেষ আট আসরে ফাইনালের উঠতে পারেনি ক্যারিবীয়রা। তবে এবারের বিশ্বকাপে ক্রিস গেইলরা চমক দেখাবে সেটাই প্রত্যাশ করছেন সাবেক অধিনায়ক লয়েড। এবারের বিশ্বকাপে ধারাভাষ্য দেয়া লয়েড বলেন, ‘উইন্ডিজকে নিয়ে এখনই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি না। আগে দলটা সেমিফাইনালে উঠুক। তার পর দেখা যাবে শেষ দুটি ম্যাচে কারা জিতে। শিরোপা জিততে হলে পাওয়ার হিটিং ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও দারুণ হওয়া চাই। অভিজ্ঞতা ও পরিস্থিতি অনুযায়ী নিজেদের মেলে ধরতে হবে।’ দীর্ঘদিন ধরে ক্রিস গেইল-রাসেলরা একসঙ্গে খেলছে। দলের মধ্যে একটা চমৎকার স্পিরিট রয়েছে। আশা করছি ভালো করবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।