Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সেনাবাহিনী-আরসা যুদ্ধ প্রত্যাবাসনে ব্যাঘাত ঘটাবে না : জেনারেল তুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

মিয়ানমারের সেনাবাহিনী ও আরসা (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি)-এর মধ্যকার লড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারবে না বলে দাবি করেছেন দেশটির এক সেনা জেনারেল। জ মিন তুন নামের ওই ব্রিগেডিয়ার জেনারেল মিয়ানমার সেনাবাহিনীর জনসংযোগ শাখা ট্রু নিউজ ইনফরমেশন টিম-এর সেক্রেটারি। সরাসরি রোহিঙ্গাদের নাম উচ্চারণ না করে এ প্রত্যাবাসন প্রক্রিয়াকে ‘রাখাইন রাজ্য ত্যাগকারী’দের প্রত্যাবাসন বলে উল্লেখ করেছেন তিনি। ইলেভেন মিয়ানমারে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ২০১৭ সালের ২৫ আগস্ট কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর রাখাইনে পূর্ব-পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় সাড়ে ৭ লাখ মানুষ। পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক চাপের মুখে গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ-মিয়ানমার প্রত্যাবাসন চুক্তি সম্পন্ন হয়। গত বছরের ৬ জুন নেপিদোতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার ও জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যেও সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। তবে নানা জটিলতায় এখন পর্যন্ত প্রত্যাবাসন চুক্তির আওতায় একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি মিয়ানমার। আবার রাখাইনের সশস্ত্র সংগঠন আরসার সঙ্গেও মিয়ানমারের সেনাবাহিনীর লড়াই অব্যাহত রয়েছে। রয়টার্স, এএফপি, ইলেভেন মিয়ানমার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ