Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন নির্বাচনের সম্ভাবনা নাকচ মাদুরো সরকারের

৪ মাস পর কলম্বিয়া সীমান্ত খুলে দিয়েছে ভেনেজুয়েলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ভেনেজুয়েলায় নতুন নির্বাচনের সম্ভাবনা আবারো নাকচ করে দিয়েছে মাদুরো সরকার। শুক্রবার কিউবা সফররত ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট বলেন, বিরোধীদের পূর্ব শর্ত দিয়ে নতুন নির্বাচনের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে, কর্তৃত্ববাদী সরকারের সঙ্গে কোনো আলোচনা নয় উল্লেখ করে মাদুরোবিরোধী আন্দোলন জোরদারের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো। ভেনেজুয়েলার ভাইস-প্রেসিডেন্ট দিয়োসদাদো কাবেলো বলেন, ভেনজুয়েলায় একজন নির্বাচিত প্রেসিডেন্ট রয়েছে। যিনি সুষ্ঠু এবং জবাবদিহিমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। ভেনেজুয়েলা কারো অধীনস্থ রাষ্ট্র নয়। আমরা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে বসবাস করছি। অন্যদেশের চোখ রাঙানিতে নির্বাচন হবে না। সংবিধান মেনে যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন পরিস্থিতিতে সরকার-বিরোধী আন্দোলন আরো জোরদারের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার বিরোধী দল। শুক্রবার স্পেনের ভ্যালেনসিয়ায় এক সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো বলেন, আলোচনার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন মাদুরো। অপর এক খবরে বলা হয়, চারমাস বন্ধ থাকার পর পুনরায় কলম্বিয়া সীমান্ত খুলে দিয়েছে ভেনেজুয়েলা। হাজার হাজার ভেনেজুয়েলান সীমান্ত পার হয়ে খাবার, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনী দ্রব্য কেনাকাটা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এ বছরের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো। যুক্তরাষ্ট্রসহ অন্তত ৫০টি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে। খাদ্য-ওষুধের প্রবল সংকটে থাকা ভেনেজুয়েলাবাসী আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিলের মতো দেশে। যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্ররা মনে করে, আন্তর্জাতিক ত্রাণ গোয়াইদোর মাধ্যমে ভেনেজুয়েলায় বিতরণ করা সম্ভব হলে তা মাদুরোর ভাবমূর্তিকে দেশবাসীর সামনে মøান করে দিতে সক্ষম হবে। আর মাদুরোর দাবি, ত্রাণ দেওয়ার মাধ্যমে সামরিক আগ্রাসন চালানোর চেষ্টা যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ জানিয়েছে, ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ৪০ লাখ ভেনেজুয়েলান দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। মার্কিন আগ্রাসনের শঙ্কায় কলম্বিয়া, ব্রাজিল ও ডাচ দ্বীপ আনতিলিস সীমান্তবর্তী অঞ্চল বন্ধ রেখেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ