মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদ বিশ্বের জন্য ভয়াবহ। এই জঙ্গিবাদ দমন করতে প্রতিবেশী দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রথম সরকারি সফরে মালদ্বীপে গিয়ে তিনি এ কথা বলেন। ভারতের পররাষ্ট্রনীতিই হচ্ছে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে এগিয়ে চলা বলেও মত দেন মোদি। এর মধ্যেই ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা খুলে দিতে ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছে নয়া দিল্লি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আবারও দায়িত্ব নেয়ার পর এই প্রথম কোনো দেশে সফরে গেলেন। শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান মোদি। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়, দেয়া হয় সর্বোচ্চ সম্মাননা। পরে দেশটির পার্লামেন্টে বক্তব্যে মোদি বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে জঙ্গিবাদের মদদ দেয়ার কারণেই বিশ্বে সহিংসতার হুমকি বাড়ছে। এ সময় পাকিস্তানের নাম উল্লেখ না করলেও মোদি বলেন, জঙ্গিদের কারা সহযোগিতা করে সে বিষয়ে সচেতন হতে হবে। ভারতের পররাষ্ট্র নীতি প্রতিবেশীকে গুরুত্ব দিয়ে তৈরি বলেও মন্তব্য করেন মোদি। মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর উন্নয়নে ভারত বরাবরই পাশে আছে বলেও মত তার। মালদ্বীপ থেকে শ্রীলঙ্কায় যাবেন মোদি। এদিকে, পাকিস্তানকে ইঙ্গিত করে সমালোচনা করলেও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে মোদির বিমান যেন পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারে সে আবেদন জানিয়েছে ভারত। আগামী ১৩ জুন ভারত ছাড়বেন মোদি। গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে হামলার পর নয়া দিল্লির জন্য আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ। মোদির বিদেশ সফরের মধ্যেই কেরেলার ওয়েনাডে তিন দিনব্যাপী পথযাত্রা অব্যাহত রেখেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।