বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র ঈদুল ফিতরের ৫ম দিনে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা কর্তৃপক্ষের।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়ার ফেরি ও লঞ্চ ঘাট এলাকায় ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া দৌলতদিয়া প্রান্তের সড়কে মাইক্রোবাস, প্রাইভেটকারসহ কিছু যানবাহনকে সিরিয়ালে থাকতে দেখা গেছে। তবে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই প্রিয়জনের সঙ্গে ঈদ করে গন্তব্যে ফিরছেন মানুষ।
এদিকে ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যানজট নিরসনে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। পাশাপশি যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।