মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নির্বাচন পরবর্তী হিংসা থামার কোনও লক্ষণ নেই। উল্টে তা বেড়েই চলেছে। শনিবার তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার সন্দেশখালির ন্যাজাট এলাকা।
বিজেপির দাবি, পতাকা খোলাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর হামলা করে। তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে সুকান্ত মন্ডল, প্রদীপ মন্ডল এবং তপন মন্ডল নামে তিন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেতারা।
অন্যদিকে তৃণমূলের দাবি, হামলা ঘটিয়েছে বিজেপির হার্মাদ বাহিনী। এদিন দলের কর্মীরা পার্টি অফিসে বসে বুথ পর্যায়ের ভোটের ফলাফল বিশ্লেষণ করছিল। সেই সময় বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা করে। অনেকের কাছে ছুরি ছিল বলে দাবি তৃণমূল নেতাদের। দুই দলের সংঘর্ষের মাঝে পড়ে যান কাইউম মোল্লা (২৬)। তার মাথায় গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। মৃত্যু নিশ্চিত করতে এলোপাতাড়ি কোপানো হয়। এছাড়া দলের অনেকে আহত হয়েছে বলে খবর। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সূত্র : কোলকাতা২৪।
সন্দেশখালিতে পরিস্থিতি এখন থমথমে৷ ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী৷ ছুঁটেছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা৷ মৃতদেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ৷
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।