মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অদ্ভূত এক দাবি করে বলেছেন, মঙ্গল গ্রহেরই একটি অংশ হলো চাঁদ। যদিও পৃথিবী থেকে লাল এই গ্রহের দূরত্ব প্রায় তিন কোটি ৩৯ লাখ মাইল। এছাড়া পৃথিবী থেকে চাঁদের দূরত্ব দুই লাখ ৩৮ হাজার ৮৫৫ মাইল। মহাকাশ সংস্থা নাসার নতুন একটি মিশনের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে ট্রাম্প বলেন, চাঁদে লোক পাঠানো অর্থের অপচয়। এটা নাসার বন্ধ করা উচিত। আমরা গত ৫০ বছর ধরে এটা করে আসছি। আমরা যা করছি, তার চেয়ে আরও বড় কিছু যেমন, মঙ্গলগ্রহ (চাঁদ মঙ্গলের অংশ), প্রতিরক্ষা ও বিজ্ঞানে মনোনিবেশ করা উচিত।
ট্রাম্পের এই টুইটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়েছে। অনেকেই তার এই দাবি নিয়ে হাস্য রসাত্মক মন্তব্য ও প্রশ্ন তুলেছেন। তবে ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবারই নতুন নয়। এর আগেও অনেকবার তিনি বিতর্কিত মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে তার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলেন, টুইটারকে তিনি টাইপরাইটার হিসেবে ব্যবহার করেন। অনেক সময় টুইট করতে গিয়ে ভুল বানান লিখেও বিতর্কের জন্ম দেয়ার রেকর্ড রয়েছে তার। সূত্র : ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।