Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ধূলিঝড় ও বজ্রাঘাতে ভারতে নিহত ১৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় ধূলিঝড় ও বজ্রাঘাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। উত্তরপ্রদেশের একজন কর্মকর্তা শুক্রবার জানিয়েছেন, এ ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছেন। রাজ্যের একজন ত্রাণ কমিশনার বলেছেন, ধূলিঝড় ও ব্রজপাতের কারণে মাইনপুরিতে ছয়জন, ইতাহ ও কাশগঞ্জে তিনজন করে এবং মোরাদাবাদ, বাদাউন, পিলিবিথ, মাথুরা, কানৌজ, সাম্বাল ও গাজিয়াবাদে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ধূলিঝড় ও বজ্রপাত হয়। এসময় গাছ উল্টে যায় এবং ঘরবাড়ি ধসে পড়ে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, ধূলিঝড় ও বজ্রপাতের ঘটনায় কেবল মাইনপুরি জেলাতেই ৪১ জন আহত হয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্য তথ্য সচিব অবনীশ আস্থি বলেছেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ সরবরাহের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ