মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় শুক্রবার হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছে। দেশটির প্রেসিডেন্ট জর্জ ওয়েয়া জন্য এটি বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা দিয়েছে।সাবেক এই জনপ্রিয় ফুটবল তারকা মাত্র ১৮ মাস আগেই একই ইস্যুতে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। এখন এটিই তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রতিবেদনে বলা হয়েছে, আনুমানিক ১০ হাজার মানুষ রাস্তায় এই বিক্ষোভে অংশ নেয়। তবে পুলিশ জানিয়েছে বিক্ষোভে ৪ হাজার লোক অংশ নিয়েছে। বিক্ষোভকারীদের হাতে ‘আমরা যথেষ্ট দুর্ভোগ সহ্য করেছি’ ‘আমরা উন্নত জীবনযাত্রা চাই’ লেখা প্ল্যাকার্ড ছিল। এসময় কোন কোন বিক্ষোভকারী নাচ গান করে আন্দোলনকে চাঙ্গা রাখার চেষ্টা চালায়। তবে পশ্চিম আফ্রিকার দেশটি দীর্ঘদিনের গৃহযুদ্ধে বিধ্বস্ত। অর্থনীতি প্রায় ভেঙ্গে পড়েছে। অনেকেই উদ্ভুত পরিস্থিতিতে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা করছেন। তাছাড়া খাবার মজুদ করার ফলে সংকট দীর্ঘায়িত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।