Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহাকাশে পর্যটক নেবে নাসা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

পর্যটকদের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশন উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রতি রাতে সেজন্য তাদের গুনতে হবে ৩৫ হাজার ডলার। ২০২০ সাল থেকে এই বিশেষ সুবিধা দেওয়া শুরু করবে নাসা। স্পেস স্টেশনের উপ পরিচালক রবিন গাটেন্স বলেন, প্রতি বছর এমন দুটি ছোট সফর আয়োজন করা হবে। নাসা জানিয়েছে, মার্কিন মহাকাশযানে করে সেঝখানে গিয়ে ৩০ দিন পর্যন্ত থাকার অনুমতি মিলবে তাদের। সংস্থাটির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা জেফ ডিউইট বলেন, আন্তর্জাতিক স্পেস স্টেশনকে বাণিজ্যিক সম্ভাবনা হিসেবে ব্যবহার করছে নাসা। এর আগে আমরা কখনোই এমন কিছু করিনি। নাসা জানায়, এই বাণিজ্যিক সফরগুলোর আগে পর্যটকদের সবধরনের মেডিকেল পরীক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্পে এলন মাস্কের স্পেস এক্স এবং বোয়িংকে নিয়োগ দিয়েছে সংস্থাটি। তারা নভোচারীদের কাছ থেকে মহাকাশযানের ভাড়াও নেবে। এর পরিমাণ হবে প্রায় ৬ কোটি ডলার। এর আগে নাসা নিজেই স্পেস স্টেশনে যেকোনও ধরনের বাণিজ্যিক কর্মকাÐ নিষিদ্ধ করেছিলো। তবে স্পেস স্টেশনের মালিকানা নাসার নয়। ১৯৯৮ সালে রাশিয়ার সঙ্গে এটি নির্মাণ করে তারা। এখন এখানে তাদের নিয়ন্ত্রণ। ২০০১ সালে রাশিয়াকে ২ কোটি ডলার দিয়ে প্রথমবারের মতো এই স্টেশন ভ্রমণ করেন মার্কিন ব্যবসায়ী ডেনিস টিটো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ