Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলকাতা বিফ ফেস্টিভ্যাল হুমকির মুখে বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

গরুর গোশতের তৈরি নানা খাবার নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় মেলার আয়োজন করা হয়েছিল; আর তাতেই বিপত্তি। মেলা বন্ধ করার হুমকি দিয়ে প্রায় তিনশ ফোন পাওয়ার পর আয়োজকরা মেলা বাতিল করতে বাধ্য হন। চলতি মাসের শেষ দিকে ওই মেলা আয়োজন করার কথা ছিল বলে আয়োজকদের বরাত দিয়ে শুক্রবার জানায় এনডিটিভি। শুরুতে ওই মেলার নাম ছিল ‘কলকাতা বিফ ফেস্টিভ্যাল’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘কলকাতা বিপ ফেস্টিভ্যাল’। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবার আয়োজকরা বলেছিলেন, মেলার নামে ‘বিফ’ শব্দটি থাকাই হুমকিদাতাদের মূল আপত্তি। এজন্য তাদের বেশ কয়েকবার হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়া নিয়ে অভিযোগ করতে শুক্রবার তারা পুলিশের কাছে অভিযোগ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার রাতে আয়োজকদের একজনকে হুমকি দিয়ে প্রায় তিনশ কল করা হয় বলে ফেইসবুকে এক পোস্টে জানান তারা। তারা বলেন, “আমরা আতঙ্কিত, কারণ সব কিছুই কোনো ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরিস্থিতির উপর এখন আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। এসব কারণে ‘কলকাতা বিপ ফেস্টিভ্যাল’ বাতিল ঘোষণা করা হচ্ছে।” ২৩ জুন দক্ষিণ কলকাতার একটি রেস্তোরাঁয় ‘কলকাতা বিপ ফেস্টিভ্যাল’ আয়োজন হওয়ার কথা ছিল। আয়োজকরা বলেন, “রাজনৈতিক ঝামেলা এড়াতে আমরা নির্বাচনের পর এই মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তাতেও ঝামেলা এড়াতে পারলাম না।” এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ