Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প আমার বন্ধু : জিনপিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ১২:০৪ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেছেন। জিনপিং জানিয়েছেন, তার বিশ্বাস চীনের সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্র তা ভাঙবে না। চীনা প্রেসিডেন্ট বলেন, ‘চীন থেকে যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্র থেকে চীনের সম্পূর্ণ বিচ্ছেদ কল্পনা করা কষ্টসাধ্য। আমরা এতে আগ্রহী নই এবং আমাদের আমেরিকান অংশীদাররাও এতে আগ্রহী নয়। প্রেসিডেন্ট ট্রাম্প আমার বন্ধু এবং আমি নিশ্চিত তিনিও এতে আগ্রহী নন।’ প্রসঙ্গত, বাণিজ্য বৈষম্যের ঘোষণা দিয়ে গত বছর চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর বিপরীতে চীনও মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে। গত মাসে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করে এবং সে দেশের প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে। এসবের পরিপ্রেক্ষিতে দুই পরাশক্তির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ