মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের হুমকি মোকাবেলায় অধিকাংশ ক্ষেত্রে ইসরাইল একটি নিঃসঙ্গ রাষ্ট্র বলে মন্তব্য করেছেন ইহুদি রাষ্ট্রটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ডান্নি ইয়াটম। আন্তর্জাতিক প্রতিরক্ষার বিষয়ে জেরুজালেম পোস্টকে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞাকে দেখতে দুর্বল মনে হলেও এই প্রথমবারের মতো তা কার্যকর হতে যাচ্ছে। কারণ ইরানের অর্থনীতি ক্রমে ভয়ঙ্কর অবনতির দিকে যাচ্ছে। ইরানের কাছ থেকে আসা ক্রমাগত হুমকি মোকাবেলায় মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী, বি-৫২ বোমারু বিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এসব সত্তে¡ও ইরানের মোকাবেলায় ইসরাইল নিঃসঙ্গ বলে এই সাবেক গোয়েন্দা মন্তব্য করেন। সিরিয়াসহ অন্যান্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র যেভাবে সেনাপ্রত্যাহার করে নিচ্ছে, তা মাথায় রেখেই তিনি বলেন, আগে ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় বিশাল মার্কিন বাহিনী ছিল। যার মধ্যে স্থলবাহিনীও ছিল। কিন্তু এখন তা সব প্রত্যাহার করে নেয়া হচ্ছে। বর্তমানে ইয়াটমের সবচেয়ে বড় উদ্বেগ হচ্ছে, ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার ভূখন্ডে ইরানের নতুন ফ্রন্ট খুলতে যাওয়া। ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান ছায়াবাহিনী হিজবুল্লাহর কাছে অস্ত্র সমর্পণে একটা ভূখন্ডগত সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে ইরান। জেরুজালেম পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।