বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দু’বারের নির্বাচিত ইউপি মেম্বার মো. সালাউদ্দিন সেন্টু বিদ্যুৎ চাইতে গেলে তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কিছু কর্মকর্তা ও কর্মচারী। মারাত্মকভাবে আহত মেম্বার সেন্টু নাটোর আধুনিক সদর হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। গতকাল সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। সেন্টু অভিযোগ করেন চারদিন আগে তার এলাকার দত্তপাড়া-ডাঙ্গাপাড়া সড়কের শেষ মাথায় ঝড়ে একটি বড় গাছ বৈদ্যুতিক লাইনের ওপর পড়লে ট্রান্সমিটারে আগুন ধরে গেলে সেটি বিকল হয়ে যায়। এতে দত্তপাড়া, পতেঙ্গাপাড়া, দক্ষিণপুর, ডাঙ্গাপাড়া ও ধরাইল গ্রামে গত চারদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় লোকজন অন্ধকারে রয়েছেন। এই বিকল ট্রান্সমিটার মেরামত করে বিদ্যুৎ লাইন চালু করার জন্য সোমবার সেন্টু পল্লী বিদ্যুতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দুলাল কুমারের সাথে দেখা করে এ বিষয়ে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একপর্যায়ে প্রকৌশলী দুলাল ও আলামিনের নেতৃত্বে অফিসের লোকজন সেন্টুকে গার্ড রুমে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে মারপিট করে পরে টেনেহিচড়ে সমিতির প্রধান ফটকের ভিতরে নিয়ে আবারও মারপিট করে। প্রকৌশলী দুলাল কুমার জানান, ওই ইউপি সদস্য প্রথমে তাকে চেয়ার তুলে আঘাত করেন আর তাতেই অফিসের অন্যান্য লোকজন এসে তাকে রক্ষা করে এবং এক পর্যায়ে সেন্টুকে মারধর করে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক জালাল উদ্দিন জানান, তিনি আগের ঘটনা কিছুই জানেন না তবে অফিসে আসার পর একদল লোক সেন্টুকে বেধড়ক পেটাচ্ছে তিনি তা দেখেছেন। বাধা দিতে গিয়ে তিনিও আহত হয়েছেন। এ অবস্থাতে তিন বলেন এই লোক মারা গেলে সবাই হত্যা মামলার আসামী হবে। একথা বলার পর লোকজন সরে গেলে আহত সেন্টুকে হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে সেন্টুর আত্মীয় মো. ফারুক জানান, তিনি ঘটনার বিষয় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।