Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মার তীরে রেলফ্যানদের মিলনমেলা

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ রেলওয়ের সবচেয়ে বড় ফেসবুক গ্রæপ ‘‘বাংলাদেশ রেলওয়ে ওয়েস্ট জোন” এর সদস্যদের মিলন মেলা পাকশী রেল স্টেশনে অনুষ্ঠিত হলো। ফেসবুক সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলাটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্মৃতিচারণসহ রেলওয়ের ভালো-মন্দ দিক নিয়ে আলোচনায় মেতে ওঠেন ফেসবুক সদস্যরা। এ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বাংলাদেশ রেলওয়ের ফটো প্রতিযোগিতা। মানসম্পন্ন ফটো বাছাই করে মোট ৫ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়। এতে প্রথম পুরস্কার লাভ করেন রেলওয়ের গার্ড (পরিচালক) শহিদুর রহমান। দ্বিতীয় পুরস্কার লাভ করেন সৈয়দপুর ওয়ার্কশপের মো: জহির, তৃতীয় এম আর আই রাকিব, চতুর্থ হাসান মাহমুদ এবং পঞ্চম পুরস্কার লাভ করেন ডা: অতনু ভট্টাচার্য ভক্ত। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেয়া হয় বিশেষ অতিথি ফেসবুক গ্রæপের পরিচালক মো: লুনা তৌহিদুল ইসলাম, প্রধান অতিথি আশফাক মাহমুদ, এস এম রুবেল, গ্রæপের পরিচালনা কমিটির সদস্য এম কে রুবেল, অপু এহসান, মামুনুর রশিদ করিম, বিশ্বজিৎ ঘোষ, মো: বখতিয়ার হোসেন ইথেন, ইসমাইল হোসেন ও আর টি এল সুমন প্রমুখকে। বাংলাদেশ রেলওয়ের ওয়েস্ট জোন ফেসবুক গ্রæপের পরিচালকরা জানান, কয়েক মাসের মধ্যেই তারা একটি মহাসম্মেলনের আয়োজন করবেন। যাতে কয়েক হাজার ফেসবুক ফ্যান উপস্থিত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পদ্মার তীরে রেলফ্যানদের মিলনমেলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ