বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড মোড়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। এসময় ওই মহাসড়কে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলার সরাইল উপজেলার কুট্টা পাড়া ও সদর উপজেলার খাটিহাতা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকালে বিশ্বরোড মোড়ে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের সোলাইমান মিয়ার ছেলে কালু কসাই (৪৫) এর কাছে গরুর গোশত কিনতে আসে পাশ্ববর্তী সদর উপজেলার খাটিহাতা গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে ধন মিয়া। গোশতে হাড় এর পরিমাণ বেশি দেয়া নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথা কাটাকাটি হয়। দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কালু কসাইয়ের হাতে থাকা ছুরি দিয়ে আব্দুল খালেকের ছেলে ধন মিয়াকে আঘাত করে। এতে কুট্টাপাড়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে দিপু তাকে জিজ্ঞাসা করলে থাকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করে। খবর পেয়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর ও খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমান কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুড়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজন ও পুলিশসহ অধর্শতাধিক লোক আহত হয়েছে। আহতরা গ্রেফতার আতঙ্কে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে। সংঘর্ষ থামাতে অন্তত ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করতে হয়েছে। বর্তমানে সংঘর্ষ নিয়ন্ত্রনে রয়েছে ও ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।