Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪২ বছরের জেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৪ এএম

জঙ্গীবাদে অনুপ্রাণিত হয়ে বাড়িওয়ালাকে ছুরিকাহত করার দায়ে বাংলাদেশি এক ছাত্রীকে ৪২ বছরের কারাদন্ড দিয়েছে অস্ট্রেলিয়ার এক আদালত। বাংলাদেশি বংশোদ্ভুত এই শিক্ষার্থীর নাম মোমেনা সোমা। গত বছরের ৯ ফেব্রæয়ারি মেলবোর্নে একজন ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাহত করার দায়ে তিনি গ্রেপ্তার হোন। বুধবার ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টের বিচারক লেসলি টেইলর এই আদেশ দেন। ২৬ বছর বয়সী সোমা সাড়ে ৩১ বছর কারাবাসের আগে প্যারোলের আবেদনও করতে পারবেন না।
মোমেনা স্বীকার করেন যে, তিনি জঙ্গীবাদে অনুপ্রাণিত হয়ে তার বাড়িওয়ালা সিংগারাভ্যালুকে নামক এক ব্যক্তিকে ছুরি দিয়ে আক্রমণ করেন। ওই সময় ওই ব্যক্তি ঘুমিয়ে ছিলেন। অস্ট্রেলিয়ায় পা দেয়ার ৮ দিনের মধ্যে মোমেনা এই কান্ড ঘটান।
এ প্রসঙ্গে বাংলাদেশের পুলিশ সদর দপ্তরে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. হায়দার আলী খান বলেন মোমেনা সোমা ও তার ছোট বোন সন্ত্রাসের সাথে যুক্ত ছিল। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী সোমার সাজা হয়েছে। এ ব্যাপারে আমাদের বলার কিছু নেই।’ তিনি বলেন, ‘সোমার ছোট বোনও সন্ত্রাসের সাথে যুক্ত ছিল। তথ্য নিতে তাদের বাড়ি গেলে তার ছোট বোন এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে।’
অস্ট্রেলিয়ার গণমাধ্যম সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পর একটি অস্ট্রেলিয়ান পরিবারের কাছে সোমা আশ্রয় নেয় এবং সেই পরিবারকে আক্রমণ করার পরিকল্পনা করে। এজন্য সোমা নাইট ভিশন গগলস কেনে এবং বিছানায় ছুরি মেরে মেরে আক্রমণের জন্য অনুশীলন করে। সেই পরিবার পরবর্তীতে এটা দেখেন এবং ফরেন স্টুডেন্ট প্রোগ্রামের আয়োজকদের বলেন তাকে বাড়ি থেকে অন্যত্র সরিয়ে দিতে। এরপর সিংগারাভ্যালুর বাড়িতে আশ্রয় পান সোমা। আশ্রয় নেয়ার ৩ দিনের মাথায় তাকে আক্রমণ করেন। সূত্র: এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ