মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন চান না, বরং তাকে কারাগারে দেখতে চান। মঙ্গলবার ডেমোক্রেট দলের সিনেটরদের রুদ্ধদ্বার বৈঠকে তিনি এ কথা বলেছেন। মার্কিন কংগ্রেসে ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্ব›দ্বী পেলোসি এর আগে বলেছিলেন তিনি অত্যন্ত বিভক্ত অভিশংসন প্রক্রিয়ার জন্য প্রস্তুত নন। তবে তিনি আগামী বছরে ভোটের মাধ্যমে ট্রাম্পের পরাজয় দেখতে চান। মঙ্গলবার হাউজ অব রিপ্রেজেন্টেটিভের কমিটি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের অভিশংসনের বিষয়টি ওঠে। বিচার বিভাগীয় চেয়ারম্যান জেরি ন্যাডলারের সঙ্গে অভিশংসন তদন্ত শুরু হবে কিনা তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন পেলোসি। পেলোসি বৈঠকে বলেছেন, ‘আমি তাকে অভিশংসিত দেখতে চাই না, আমি তাকে কারাগারে দেখতে চাই।’ বৈঠকের সূত্র জানিয়েছে, পেলোসি চান ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প যেন হেরে যায় এবং এরপরই তার বিরুদ্ধে আনা অভিযোগের যেন বিচার শুরু হয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।