Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নায়িকা অঞ্জু ঘোষ এখন ভারতীয়!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:০৫ এএম

নতুন বিতর্কে জড়িয়েছেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত অভিনেত্রী অঞ্জু ঘোষ। দেশটির রাজনৈতিক মহলে চলছে তাকে নিয়ে এই বিতর্ক। বুধবার কট্টর হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে ভারতের রাজনীতিতে পা রাখেন এক সময়ের এই অভিনেত্রী। এদিন বিজেপির পশ্চিমবঙ্গের প্রধান কার্যালয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দলটিতে যোগ দেন। আর এরপরই তাকে নিয়ে সমালোচনায় মেতে ওঠে অন্য রাজনৈতিক দলগুলো। এই সমালোচনায় যোগ দিয়েছে তৃণমূল থেকে কংগ্রেসের মতো বৃহত্তর দল দুটিও। এসব সমালোচনার মাঝে যে প্রশ্নটি ওঠে তাহলোÑ অভিনেত্রী অঞ্জু ঘোষ কি ভারতের নাগরিক? এবার অঞ্জু ঘোষকে নিয়ে এই বিতর্কের আগুনে পানি ঢাললো বিজেপি। ভারতীয় গণমাধ্যমের খবর, বিজেপির পক্ষ থেকে বুধবার জানানো হয়, অঞ্জু ঘোষ বাংলাদেশের নাগরিক নন। তিনি ভারতের নাগরিক। প্রমাণ হিসাবে বলা হয়, অঞ্জুর কাছে ভারতের পাসপোর্ট আছে। গেরুয়া শিবির থেকে দাবি করা হয়, সদ্য অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন অঞ্জু। বিজেপি থেকে পাল্টা প্রশ্ন ছোঁড়া হয়, ভারতীয় নাগরিক না হলে অঞ্জু ভোট দেন কি করে? বিজেপির এমন পাল্টা জবাবেও বিতর্ক থামেনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি বিতর্ক সভায় অংশ নিয়ে বলেছিলেন, ‘আইন ভাঙার নতুন নজির স্থাপন করেছে তৃণমূল। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম ভোটারদের আকৃষ্ট করতে দেশের আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের অভিনেতাদের প্রচারে নিয়েএসেছে তৃণমূল।’ সেই ইতিহাস টেনে এক সময়ের জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদান নিয়ে সেসব কটাক্ষের জবাব দিতে নড়েচড়ে বসে তৃণমূল। প্রসঙ্গত, সা¤প্রতিক লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে দলবদলের হিড়িক লেগেছে। তৃণমূল কংগ্রেস ছেড়ে অনেকেই এবার যোগ দিচ্ছেন বিজেপি শিবিরে। সেই শিবিরের নতুন সদস্য হলেন অঞ্জু ঘোষ। অঞ্জুর যোগদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তারা আসল বেদের মেয়ে জোসনা পেয়েছেন। এদিনের যোগদান পর্বে এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। বিজেপিতে যোগদান নিয়ে অভিনেত্রী নিজে কিছু বলেননি। যোগদান পর্ব শেষ হতেই গণমাধ্যমকে অনেকটা আড়াল করেই নিজের বাড়ির দিকে রওনা দেন এই অভিনেত্রী। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ