Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অঞ্জু ঘোষ বাংলাদেশি নন -বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৯, ১১:৪৪ এএম

অভিনেত্রী অঞ্জু ঘোষ বাংলাদেশি নন বলে দাবি করছেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বুধবার পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতে দলটিতে যোগদান করেন অঞ্জু ঘোষ। এরপরই থেকেই তার নাগরিকত্ব নিয়ে বিতর্ক তৈরি হয়। এমন পরিস্থিতিতে বিজেপি অঞ্জুর নাগরিকত্ব নিয়ে এমন মন্তব্য করলো।

বিজেপির দাবি, অঞ্জু বাংলাদেশি নন বরং ভারতের নাগরিক। দলটির দাবি অনুযায়ী, অঞ্জু ঘোষের জন্ম হয়েছে কলকাতায়। বৃহস্পতিবার তাদের দাবি স্বপক্ষে প্রমাণও তুলে ধরেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এসময় কলকাতা পৌরসভা করপোরেশনের ইস্যু করা অঞ্জুর জন্মসনদ ‍উপস্থাপন করেন।

জন্মসনদ উপস্থাপন করে জয়প্রকাশ বলেন, অঞ্জু ভারতীয় নাগরিক। তবে তিনি বাংলাদেশি ও ভারতীয় সিনেমা কাজ করেছেন। এর আগে অঞ্জু বিজেপিতে যোগ দেয়ার পর রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল ব্যাপক প্রতিক্রিয়া দেখায়।

অঞ্জুর বিজেপিতে যোগ দেয়া নিয়ে কলকাতার মেয়র ও তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, তারা (বিজেপি) যাকে খুশি তাকে তাদের দলে নিচ্ছে। তাদের উচিত ছিল আগে নিশ্চিত হওয়া যে, যাকে দলে নেয়া হচ্ছে তিনি ভারতীয় নাগরিক কিনা।

ফিরহাদের এমন মন্তব্যের কয়েক ঘণ্টা পর কলকাতা পৌরসভা করপোরেশনের ইস্যু করা অঞ্জুর জন্মসনদ উপস্থাপন করেন জয়প্রকাশ। তিনি বলেন, মেয়র নিজেই জানেন না যে তার কলকাতা পৌরসভা করপোরেশনই ওই জন্মসনদ ইস্যু করেছে। এসময় তিনি অঞ্জুর ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড এবং ভোটার আইডি কার্ডও  দেখান। সেখানে অঞ্জুর স্থায়ী ঠিকানা হিসেবে সল্ট লেকের নাম উল্লেখ করা হয়েছে।

মূলত লোকসভা নির্বাচনের সময় বাংলাদেশি দুজন অভিনেতাকে দিয়ে প্রচারণায় চালায় তৃণমূল। ওইসময় এটি তীব্র প্রতিবাদ করে তা সরব হয়ে উঠেছিল বিজেপি। তাই এবার যখন অঞ্জু ঘোষ বিজেপিতে যোগ দিলো তখন তৃণমূলও পাল্টা বিজেপি আঘাত হানার চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ