Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাওসের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় বাংলাদেশের

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের প্রাক-বাছাই

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ জুন, ২০১৯, ১২:৪৪ এএম

কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে লাওসের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়ানে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারায় স্বাগতিক দলকে। লাল-সবুজদের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড রবিউল হাসান।

এই জয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। ১১ জুন ঢাকায় ফিরতি ম্যাচে বাংলাদেশ নূন্যতম ড্র করতে পারলেই কাতার বিশ্বকাপের বাছাই পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

যদিও ম্যাচের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। স্বাগতিকরা শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেললে প্রথমার্ধে প্রায় কোণঠাসই ছিল লাল-সবুজরা। তাদের একের পর এক আক্রমণ প্রতিহত করে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে বদলে যায় বাংলাদেশ।

এসময় বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে একাদশে দু’টি পরিবর্তন এনে আক্রমণভাগের ধার বাড়িয়ে দেন। আর তাতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়েন জামাল ভূঁইয়ারা।

ম্যাচের প্রথামার্ধে একের পর এক ভুল পাসে এলোমেলো খেলে বাংলাদেশ দল। বিরতির আগে বলতে গেলে প্রতিপক্ষের রক্ষণদূর্গে আক্রমণের তেমন সুযোগই পায়নি জেমি ডে’র শিষ্যরা। এসময় হাতে গোনা যে ২/৩ আক্রমণ করেছে বাংলাদেশ তাতে ছিল না তেমন ধার। মাঝমাঠ থেকে মাঝে মধ্যে ভালো বল আক্রমণভাগে সরবরাহ হলেও ফরোয়ার্ডরা তা কাজে লাগাতে পারেননি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরিফুলের পরিবর্তে রবিউল এবং মতিনের পরিবর্তে সবুজকে মাঠে নামান বাংলাদেশ কোচ জেমি ডে। আার তাতেই বদলে যায় বাংলাদেশ। আক্রমণের ধারও বেড়ে যায়।

তবে মাঠে নমেই ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন সবুজ। ফাকা পোস্টেও গোল করতে পারেননি থাইল্যান্ডে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করা এ ফরোয়ার্ড। অবশেষে সফলতা পায় লাল-সবুজরা। ম্যাচের ৭৩ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে লাওসের ডি-বক্সের মাথা থেকে দুর্দান্ত শটে গোল করেন রবিউল (১-০)।

গোল করার পর আনন্দ উদযাপন করতে গিয়ে নিজের জার্সি খুলে ফেলেন রবিউল। নিয়ম ভেঙে এ কাজ করায় তাকে হলুদ কার্ড দেখান রেফারি। বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশ দল : আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া, ইয়াসিন খান, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, নাবিব নেওয়াজ জীবন, বিশ্বনাথ ঘোষ, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মতিন মিয়া (সবুজ) ও আরিফুর রহমান আরিফ (রবিউল)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ