Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুর গোস্ত নিয়ে কোলকাতায় উৎসব, বিফ ফেস্টিভাল বদলে গেল বিপ -এ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুন, ২০১৯, ৭:৪৯ পিএম
বিফ ফেস্টিভালের উদ্যোগ নেওয়ায় অনবরত  হুমকি আসছিল তাঁদের কাছে। বাধ্য হয়ে তাই বিফ ফেস্টিভালের নাম বদলে ‘বিপ’ ফেস্টিভাল রাখলেন অর্জুন কর। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের মালিক অর্জুন গোমাংসের নানা পদ নিয়ে একটি ফুড ফেস্টিভালের আয়োজন করার উদ্যোগ নেন। খবর ছড়িয়ে পড়তেই ক্রমাগত হুমকি ফোন আসতে থাকে তাঁর কাছে। বাধ্য হয়ে শেষমেশ নাম পরিবর্তন। 
অর্জুন জানান যে খাবারের সঙ্গে রাজনীতি মেলানোর তাঁর একদমই ইচ্ছে ছিল না। বিফ ছাড়াও এখানে পর্কেরও বেশ কিছু আইটেম থাকবে। তবে গোমাংসই এই ফুড ফেস্টিভালের আসল আকর্ষণ বলে এর নাম রেখেছিলেন কলকাতা বিফ ফেস্টিভাল। কিন্তু সমানে বাধার মুখে পড়ে তিনি নাম বদলে কলকাতা মিট ফেস্টিভাল রাখবেন বলে ঠিক করেন প্রথমে। কিন্তু নামটা তাঁর নিজেরই পছন্দ হচ্ছিল না। ফেসবুকে নাম চেয়ে পোস্ট করেন তিনি। 
এক কলেজ ছাত্রের প্রস্তাব করা কলকাতা ‘বিপ’ ফেস্টিভাল নামটা এক কথায় সবার পছন্দ হয়ে যায়। এই নামে বিফের ফ্লেভার এবং গোমাংস নিয়ে চোখরাঙানির ছবি ব্যাঙ্গাত্মক সুরে ধরা পড়েছে বলে জানিয়েছেন তিনি। নাম বদলালেও মেনু একই থাকবে এবং রীতিমত পুলিশ পাহারা নিয়েই এই উৎসবের আয়োজন হবে।
সূত্র : এই সময়।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ