Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে বিএনপির ঘেরাও স্মারকলিপি

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড আঞ্চলিক অফিস ঘেরাও এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে বিএনপি। নেতৃৃবৃন্দ একমাসের আল্টিমেটাম দিয়ে আগামীতে হরতালসহ কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। গতকাল ৃৃহস্পতিবার দুপুরে নগরীর বালুর মাঠ এলাকায় মহানগর বিএনপি এ কর্মসূচি পালন করে। কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ নগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেন, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
কর্মসূচিতে বক্তারা বলেন, নিয়মিত গ্যাসের মূল্য পরিশোধ করা হলেও দির্ঘদিন যাবৎ গ্যাস সংকটে রান্নাবান্না প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বাইরের খাবার খেয়ে শিশুসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আগামী এক মাসের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান না হলে হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। এ সময় তারা তিতাস গ্যাসের আঞ্চলিক উপমহাব্যবস্থাপক মুকবুল আহমেদের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। কর্তৃপক্ষ তাদের দ্রæত সমস্যা সমাধানের আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নারায়ণগঞ্জে গ্যাসের দাবিতে বিএনপির ঘেরাও স্মারকলিপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ