রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী হয়েছেন কামরুন নাহার ইরা। নীলফামারী জেলায় ৬টি উপজেলার ৬০টি ইউনিয়নে তিনি একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে একমাত্র নারী প্রার্থী হয়েছেন ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে কামরুন নাহার ইরা। এর আগেও তিনি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য নির্বাচিত হয়েছিলেন। চেয়ারম্যান পদ প্রার্থী ছিলেন বাবার বাড়ি কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এছাড়াও পর পর সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। এবার চেয়ারম্যান পদ প্রার্থী হয়েছেন উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তিনি। তাঁর নির্বাচনী প্রতীক হচ্ছে হাতুড়ি। নির্বাচনে জয় পেতে তিনি দিনরাত ছুঁটে চলেছেন ভোটারদের দ্বারে দ্বারে।
কাশিরাম বেলপুকুর ইউনিয়নে চেয়াম্যান পদ প্রার্থী হিসেবে কামরুন নাহার ইরা ছাড়া আরও ৭জন রয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম ভুতুলু (মোটর সাইকেল), বিএনপি মনোনীত প্রার্থী আনিছুল ইসলাম চৌধুরী (ধানের শীষ), জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. লানছু হাসান চৌধুরী (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী কাজী জিয়াউর রহমান বাবু (অটোরিক্সা), স্বতন্ত্র প্রার্থী মো. তাজুল ইসলাম (প্রতীক ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মো.সামসুল হক (আনারস প্রতীক)। সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ষষ্ঠ দফায় তথা শেষ ধাপে আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।