Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিউজিল্যান্ডের জন্য পরীক্ষা বাংলাদেশ ম্যাচ: ভেট্টরি

আইসিসি বিশ্বকাপ ২০১৯

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ৩:৫৩ পিএম

বিশ্বকাপে বাংলাদেশ পরের ম্যাচে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। রাত পোহালেই বুধবার ওভালে দিবা-রাত্রির ম্যাচটায় মুখোমুখি হবে দুই দল। দু’দলই প্রথম ম্যাচে দারুণ জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি কিউইদের জন্য এই ম্যাচ এক প্রকার পরীক্ষা বলে মনে করছেন। কারণ গত চ্যাম্পিয়নস ট্রফিতে এই বাংলাদেশের কাছেই হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে নিউজিল্যান্ডকে।

আইসিসির বিশেষ কলামে ভেট্টরি লিখেছেন, ‘বাংলাদেশের সঙ্গে পরের ম্যাচ ওভালে। এখানে কন্ডিশন একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করি। এখানকার উইকেটও খুব ভালো। তবে বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড কয়েক বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে হেরে যাওয়ায় আমার মনে হয় এই ম্যাচটা একটা পরীক্ষা তাদের জন্য।’

অবশ্য নিউজিল্যান্ড লঙ্কানদের অনায়াসে হারিয়ে টুর্নামেন্ট শুরু করায় তাদের আত্মবিশ্বাসীও তুঙ্গে থাকবে বলে মনে করেন সাবেক কিউই এই অলরাউন্ডার, ‘আমার মনে হয় এই ওভালে প্রচুর রান হবে। কিন্তু নিউজিল্যান্ড যেহেতু জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তাতে তাদের আত্মবিশ্বাস অনেক বাড়তি থাকবে তাতে সন্দেহ নেই।’

অবশ্য টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করায় নিউজিল্যান্ডের সূচনাকে শতভাগ নম্বর দিচ্ছেন ভেট্টরি, ‘ওদের গর্ববোধ করা উচিত এমন জয়ে। শুরুটা সব দিক দিয়ে শতভাগ ছিলো। শুধু পারফরম্যান্স দিয়েই নয়, ফলাফল, জয়ের ব্যবধান সব কিছু।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসি বিশ্বকাপ ২০১৯


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ