Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দাঁতের চিকিৎসায় মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

অস্ত্রোপচারের সাহায্যে মাড়ির উঁচু ভাব কাটিয়ে স্বাভাবিক হতে চেয়েছিলেন তিরিশ বছরের তরুণী অঞ্জনা সাহা। কিন্তু অস্ত্রোপচার করাতে গিয়ে মৃত্যুই হল জগদ্দলের আতপুরের এই গৃহবধূর। সংশ্লিষ্ট দন্ত চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন তার পরিজনেরা। অঞ্জনার স্বামী সুনীল সাহা জানান, জানুয়ারিতে স্ত্রীর চিকিৎসার জন্য সল্টলেকের বাসিন্দা, দন্ত চিকিৎসক অনির্বাণ সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করেন তারা। ১ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা দেওয়ার পরে গত মঙ্গলবার পার্ক স্ট্রিটের এক নার্সিংহোমে তার স্ত্রীর অস্ত্রোপচার হবে বলে জানানো হয়। অস্ত্রোপচারের পর জানতে পারি, স্ত্রীর অবস্থা সঙ্কটজনক। বুধবার সকালে বলা হয়, রোগীর মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। স্নায়ু চিকিৎসককে দেখান।’ ওই দিনই মুকুন্দপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঞ্জনাকে। শনিবার বিকেলে সেখানেই মারা যান তিনি।

অভিযুক্ত চিকিৎসকের আইনজীবী রাজদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অস্ত্রোপচারে আমার মক্কেলের বিশেষ ভ‚মিকা ছিল না। অস্ত্রোপচারের আগেই রোগীর অবস্থার অবনতি হয়। এমন অস্ত্রোপচারে দন্ত চিকিৎসকের ভুল হওয়ার আশঙ্কা কম। অ্যানাস্থেটিস্টের ভ‚মিকাও খতিয়ে দেখা প্রয়োজন।’ দায়িত্বপ্রাপ্ত অ্যানাস্থেটিস্ট তপন বসু বলেন, ‘অস্ত্রোপচারের আগে দেওয়া কোনও একটি ওষুধ থেকে প্রতিক্রিয়া হয়েছে। যাতে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়ে সমস্যা তৈরি করে। রোগীর যে অ্যালার্জি ছিল, তা গোপন করা হয়েছিল। কোনও ওষুধ থেকে সে জন্যই প্রতিক্রিয়া হয়ে বিপত্তি ঘটেছে।’ যদিও এই সব যুক্তি খারিজ করে অঞ্জনার স্বামী সুনীল পাল্টা প্রশ্ন তুলেছেন, অস্ত্রোপচারের জন্য রোগীর শারীরিক অবস্থা উপযুক্ত কি না, তা নিশ্চিত করার দায়িত্ব কার? অঞ্জনার অ্যালার্জি সংক্রান্ত পরীক্ষা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। সূত্র: আনন্দবাজার।



 

Show all comments
  • Moazzma H ৪ জুন, ২০১৯, ১:১৭ এএম says : 0
    এভাবেই মৃত্যু লেখা ছিল আর কি? কিন্তু আফসোস মুসলিম হয়ে মৃত্যুর সৌভাগ্য হলো না।
    Total Reply(0) Reply
  • মিরাজ আলী ৪ জুন, ২০১৯, ১:১৮ এএম says : 0
    ডাক্তারদের অসতর্কতার কারণে অল্পতেই অপারেশনের রোগীর প্রাণহানি ঘটতে পারে। তাই সতর্কতা কাম্য।
    Total Reply(0) Reply
  • মামুন ৪ জুন, ২০১৯, ১:২০ এএম says : 0
    ছোট ছোট কোনো অপারেশনকেই অবহেলা করা উচিত নয়। সামান্য অবহেলার েএকটি স্বপ্ন অকালেই ঝরে যেতে পারে।
    Total Reply(0) Reply
  • বারি ৪ জুন, ২০১৯, ১:২০ এএম says : 0
    খুবই দু:খজনক ঘটনা।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ