Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলে হত্যা মামলার বাদি পিতাকে গলা কেটে হত্যা করলো দুর্বৃত্তরা

প্রকাশের সময় : ৩১ মে, ২০১৬, ১২:০০ এএম

দেলদুয়ার (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা

টাঙ্গাইলের দেলদুয়ারে ছেলে হত্যার বাদী পিতা আশরাফ আলী (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত আশরাফ আলী উপজেলার গজিয়াবাড়ী গ্রামের মৃত রমজান আলীর ছেলে। গত ১ বছর আগে মসজিদের জায়গা নির্ধারণ নিয়ে তিন গ্রামের সংঘর্ষে আশরাফ আলীর ছেলে মোশারফ হোসেন প্রতিপক্ষের আঘাতে নিহত হয়। ছেলে নিহতের ঘটনায় পিতা আশরাফ আলী বাদি হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জানা যায়, আশরাফ আলী প্রতিদিনের মত রোববার রাতে বেড়াতে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বাড়ি ফিরে আসে। গতকাল সোমবার সকালে গজিয়াবাড়ীর পার্শ্ববর্তী গ্রাম বিন্দুরীয়ায় একটি পরিত্যক্ত জমিতে আশরাফ আলীর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন, এক বছর আগের মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ ও বিরোধের জের ধরে আশরাফ আলীকে দুর্বৃত্তরা হত্যা করতে পারে। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মসজিদের জায়গা নিয়ে বিরোধ রয়েছে। থানায় তার ছেলে হত্যা মামলার বাদিও ছিল আশরাফ আলী। বিরোধের জের ধরে হত্যাকা-টি ঘটতে পারে। তবে পুলিশ তদন্ত করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছেলে হত্যা মামলার বাদি পিতাকে গলা কেটে হত্যা করলো দুর্বৃত্তরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ