মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়ার ইদলিবে বোমা ও গোলাবর্ষণ না করার জন্য সিরিয়া ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের উদ্দেশে দেশ ত্যাগের আগে রোববার টুইট বার্তায় এ আহ্বান জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপি’র। এতে ট্রাম্প বলেন, সিরিয়ার ইদলিব প্রদেশে রাশিয়া, সিরিয়া ও ইরান ইদলিবে নির্বিচারে বেসামরিক লোককে হত্যা করছে। বোমা হামলায় ওই অঞ্চল নরকে পরিণত হয়েছে। বিশ্ববাসী এই নির্মমতা দেখছে। কী কারণে আপনারা নিরপরাধ মানুষের রক্তপাত করছেন? এ থেকে আপনারা কী পাবেন? রক্তপাত বন্ধ করুন!’ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ক্রমবর্ধমান সহিংসতা ও রক্তপাতের ঘটনায় সিরিয়ার এনজিওগুলোর এবং আন্তর্জাতিক স¤প্রদায়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতার সমালোচনার পর তার এই মন্তব্যটি এলো। ইস্তাম্বুলে এনজিওগুলো এক সংবাদ সম্মেলনে জানায়, স¤প্রতি সিরিয়া ও রাশিয়া বাহিনীর ব্যাপক বোমা হামলায় দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে বহু বেসামরিক লোক হতাহত হয়েছে এবং প্রাণ রক্ষার্থে ৩ লাখ লোক বাড়িঘর ছেড়ে তুরস্কের সীমানার দিকে পালিয়ে গেছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।