মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৩০ মে নৈহাটিতে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনেই ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেদিনই নৈহাটির মঞ্চ থেকে আরএসএস-এর পাল্টা ‘জয় হিন্দ বাহিনী’ গড়ে তোলার ডাক দেন তৃণমূল প্রধান। রবিবার তার নির্দেশনা অনুযায়ী জয় হিন্দ বাহিনীর যাত্রা শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেস এর আগেও জয় হিন্দ বাহিনী গঠন করেছিল। রাজনৈতিক মহলের মতে, কার্যক্ষেত্রে এটা একটা ‘নাম-কা-ওয়াস্তে’ বাহিনী ছাড়া আর কিছুই নয়, এদের কোন কার্যকলাপ কখনও কারও নজরে পড়েনি। রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে শীর্ষপদে বসিয়ে এবং নানা পদক্ষেপ নিয়েও এই সংগঠনকে নিজের পায়ে দাঁড় করানো যায়নি। তবে অতীতে অসফল হলেও সা¤প্রতিক রাজনৈতিক আবহে রাজ্যে গেরুয়া শিবিরের বাড়-বাড়ন্ত দেখে তৃণমূল প্রধান নতুন করে জয় হিন্দ বাহিনী গঠন করার নির্দেশ দিয়েছেন। রাজ্যের প্রতিটি বøকে এই বাহিনী গড়ার নির্দেশ দিয়েছেন মমতা। সংঘ পরিবার বা বিশ্ব হিন্দু পরিষদ মনে করছে তাদের বাহিনীর সঙ্গে টক্কর দিতে পারবে না তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনী। অপর এক খবরে বলা হয়, বিজেপির ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে নিজের আপত্তির ব্যাখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘জয় শ্রীরাম’ নিয়ে তার আপত্তি নেই। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।