Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

প্লেনে বোমাতঙ্ক

ইনকিলাব ডেস্ক : সিঙ্গাপুরে একটি যাত্রীবাহী প্লেনে ১৩ বছর বয়সী এক কিশোর যাত্রীদের মধ্যে বোমার খবর ছড়িয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ খবরে তোলপাড় সৃষ্টি হলে প্লেনটি উদ্ধারে দুটি যুদ্ধবিমানও পাঠায় সরকার। শেষ পর্যন্ত জানা যায়, বোমার খবর ভুয়া। রবিবার (২ জুন) ১৪৪ জন যাত্রী ও ছয় জন ক্রু নিয়ে স্কুট টাইগারেয়ার প্রাইভেট লিমিটেডের একটি প্লেন সেবু বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। বিবিসি।

 


নির্বাচন বাতিল
ইনকিলাব ডেস্ক : আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্ব›দ্বী দুই প্রার্থীর আবেদন বাতিল করেছে দেশটির সাংবিধানিক পরিষদ। ফলে প্রার্থী না থাকায় আগামী ৪ জুলাই নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন বাতিল করা হয়েছে। রবিবার দেশটির সাংবিধানিক পরিষদের এক বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট আবদেলকাদের বেনসালাহকে আহ্বান জানিয়েছে সাংবিধানিক পরিষদ। রয়টার্স।

 


ডিঙ্গি উল্টে
ইনকিলাব ডেস্ক : পশ্চিম লিবিয়ার উপকূলে শরণার্থীবাহী একটি রাবারের ডিঙ্গি উল্টে অন্তত দুই জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ও প্রায় ২৫ জন নিখোঁজ রয়েছেন। লিবীয় কোস্টগার্ডের টহলবোট ওই উপকূলের কারাবুলি শহর থেকে প্রায় ১৪ মাইল দূরে ৭৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে বলে মুখপাত্র আইয়ুব কাসেম জানিয়েছেন। সেখানে থেকে একজন নারী ও একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। রয়টার্স।

 


হুতিদের দাবি
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের বন্দর শহর এডেনে সউদী নেতৃত্বাধীন সামরিক জোট বাহিনীর কুচকাওয়াজে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। সোমবার সকালে হুতি গোষ্ঠীর পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনে এ হামলার কথা প্রচার করা হয়। পরে সউদী মালিকানাধীন আল-হাদাথ চ্যানেল কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, সউদী নেতৃত্বাধীন জোটের বিমান প্রতিরক্ষা বাহিনী এডেনের পশ্চিমে একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। রয়টার্স।

 

আইএস সংশ্লিষ্টতায়
ইনকিলাব ডেস্ক : ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার অপরাধে আরো দুই ফরাসি নাগরিককে মৃত্যুদন্ড দিয়েছে ইরাক। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কৌঁসুলি বলেছেন, ‘মৃত্যুদন্ড দেওয়ার মতো পর্যাপ্ত প্রমাণ ছিল। তারা দুজনই সন্ত্রাসী ইসলামিক স্টেট সংঘের সদস্য ছিল।’ রয়টার্স ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ