Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেইমারের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১:২৩ এএম

নেতিবাচক খবর নিয়ে আবারো পত্রিকার শিরোনাম হলেন নেইমার। একের পর এক ইনজুরি, ক্লাব ফুটবলে নিষেধাজ্ঞাদেশের পর এবার পিএসজির তারকার বিরুদ্ধে এসেছে ধর্ষনের অভিযোগ।

সাও পাওলো পুলিশের নথি অনুযায়ী, ভুক্তভুগি একজন নারী অভিযোগ করেন, প্যারিসের এক হোটেলে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে। তবে নেইমারের পক্ষ থেকে বলা হয়েছে ‘ঘটনা পুরোটাই বানোয়ট’ এবং তাকে ‘ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা’। কোপা আমেরিকাকে সামনে রেখে বর্তমানে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে রয়েছেন নেইমার।

অভিযুক্ত নারীর নাম প্রকাশ না করে পুলিশের নথিতে বলা হয়েছে, ইনস্টাগ্রামে মেয়েটির সঙ্গে নেইমারের পরিচয়। এরপর মেয়েটিকে প্যারিসের একটি হোটেলে ডেকে আনেন নেইমার। এজন্য বিমান ও হোটেল ভাড়া নেইমারই বহন করেন। ১৫ মে নেইমার হোটেলে আসেন। হোটেলে ‘মাতাল অবস্থায় নেইমার মেয়েটিকে স্পর্শ করেন ও এক পর্যায়ে মেয়েটির অনিচ্ছা সত্তে¡ও জোর করে যৌন মিলন করেন’।

এ ব্যাপারে ফ্রান্স পুলিশের কাছে কোনো অভিযোগ না করে ঘটনার দুই দিন পর ব্রাজিলে ফিরে আসেন মেয়েটি। কারণ হিসেবে উল্লেখ করা হয়ছে, তিনি ‘মানষিকভাবে বিপর্যস্থ’ ছিলেন এবং ‘ভিন্ন দেশে এ ব্যাপারে অভিযোগ তুলতে তিনি ভিত’ ছিলেন।

নেইমারের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমন অবিযোগ ‘প্রত্যাখ্যান’ করা হয়েছে। নেইমারের বাবা ও এজেন্ট নেইমার দস সান্তোস বলেছেন, ‘এটা পরিষ্কার যে এটা একটা ফাঁদ ছিল।’ ‘প্রয়োজন হলে মেয়েটির সঙ্গে হোয়াটসঅ্যাপে যে আলাপ হয়েছে তা আমরা দেখাবো।’

সর্বশেষ খবর অনুযায়ী হোয়াটসঅ্যাপে দুজনের আলাপ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন নেইমার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ