Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প হস্তক্ষেপ করছেন : করবিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে রক্ষণশলী দলের বরিস জনসনের পক্ষে কথা বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ব্রিটেনের রাজনীতিতে ‘হস্তক্ষেপ’ করেছেন বলে অভিযোগ যুক্তরাজ্যের বিরোধীদলীয় নেতা জেরেমি করবিনের। ট্রাম্পের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ বলে অভিহিত করেছেন তিনি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে সান সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জনসন সর্ম্পকে বলেছেন, “আমি মনে করি বরিস খুব ভালো কাজ করবে। আমি মনে করি সে চমৎকার হবে।”

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শামিল অন্য রক্ষণশীল নেতারাও তার সমর্থন চেয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্প। কিন্তু ব্রিটিশ পরিবেশমন্ত্রী মাইকেল গোভ তাদের মধ্যে ব্যতিক্রম এবং তিনি ইরান প্রশ্নে তার অবস্থানের সমালোচনা করেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের সফরের সময় তার সম্মানে দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন অভিজ্ঞ সমাজতন্ত্রী রাজনীতিক লেবার দলীয় নেতা করবিন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ