মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেরালায় ফাঁদে ফেলে পঞ্চাশ নারীকে যৌন নিপীড়নের অভিযোগে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যক্তি বিভিন্ন বয়সী নারীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে তুলে তাদের অন্তরঙ্গ ছবি সংগ্রহ করে বø্যাকমেইল করত বলে জানা গেছে। এক নারীর অভিযোগের ভিত্তিতে এত্তুমানুরের নিকটবর্তী আরিপারাম্বু এলাকা থেকে শনিবার প্রাদেশ কুমার নামের এ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি নারীদের ফাঁদে ফেলানোর পদ্ধতির বর্ণনা দিতে গিয়ে বলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। অধিকাংশ ক্ষেত্রে সে বিবাহিত নারীদের সঙ্গে সম্পর্ক করত।
সে এসব নারীর ফোন নম্বর সংগ্রহ করত। তাদের সঙ্গে সে কথাবার্তা বলে পারিবারিক সমস্যা বোঝার চেষ্টা করত। এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি কোনো ভুয়া অ্যাকাউন্ট থেকে তার কাক্সিক্ষত নারীর স্বামীর সঙ্গে মেয়ে সেজে ফেসবুকে সম্পর্ক করে ওই পুরুষের ছবি সংগ্রহ করত। এভাবে ঘটনার একটা ধাপে সে স্বামী-স্ত্রীর মধ্যে দ্ব›দ্ব তৈরি করে নিজে ফায়দা হাসিল করত। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।