মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আলবেনিয়ায় দুই ঘণ্টা সময়ের মধ্যে ছয়টি ভূমিকম্পে চার জন আহত ও শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার আলবেনিয়ার দক্ষিণপূর্বাংশে হওয়া এসব ভূমিকম্পের মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৫ দশমিক ৩; কর্তৃপক্ষগুলোর বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব আলবেনিয়ার প্রধান শহর কোর্সেতে দেয়াল, ছাদ ও প্লাস্টার ধসে চার জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভূমিকম্পের উপকেন্দ্র ফিয়ো গ্রামের বাসিন্দা প্যাট্রিট (৬০) রয়টার্সকে বলেছেন, “ভোর সাড়ে ৬টায় গরুর দুধ দোহনের জন্য যখন বের হয়েছি তখনই ভূমিকম্প শুরু হয়। আমি শিশু ও বড়দের ঘুম থেকে ডেকে তুলি ও আমরা দৌড়ে বাইরে চলে যাই।” রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।