Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র শ্রদ্ধা দেখালে ইরান আলোচনায় বসতে রাজি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্র শ্রদ্ধা দেখালে ইরান আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। শনিবার রাতে রাজধানী তেহরানে ইরানের ক্রীড়াবিদদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন।

২০১৭ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি তেহরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটতে থাকে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে যথার্থ নয়। এতে নতুন করে সংশোধনী আনতে হবে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ