Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা আধুনিকায়নের নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৫ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের প্রধান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাকে উচ্চ মাত্রায় আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। স¤প্রতি কয়েকটি ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শনের পর তিনি এ নির্দেশ দেন। এর আগে তিনি আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা স্থগিত করেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, কিম জং উন স¤প্রতি দেশের কয়েকটি কারখানা পরিদর্শন করেন যাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লাঞ্চারসহ অন্য গুরুত্বপূর্ণ অস্ত্র তৈরি করা হয়। তবে কবে তিনি কারখানাগুলো পরিদর্শন করেছেন তা স্পষ্ট করা হয়নি। পরিদর্শনের সময় কিম জং উন বলেছেন, “যদিও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে তবে সেখানে থেমে থাকলে চলবে না।” মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, ২০১৬ ও ২০১৭ সালে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার আগে উত্তর কোরিয়ার নেতা ক্ষেপণাস্ত্র স্থাপনা পরিদর্শন করেছিলেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ