বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশ্বব্যাপী অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে ইঙ্গ-মার্কিন সা¤্রাজ্যবাদী গোষ্ঠী। এরা ইসলামের নাম-নিশানা মুছে ফেলতে চায়। জঙ্গির বিরুদ্ধে অভিযানের নামে ইঙ্গ-মার্কিন সাম্যাজ্যবাদী গোষ্ঠী ২০১৪ সাল থেকে ইরাক ও সিরিয়ায় এক হাজার ৩০০ জনেরও বেশি বেসামরিককে হত্যা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই গতকাল এক বিবৃতিতে একথা বলেন।
বিবৃেিত পীর সাহেব বলেন, যদিও তারা ১৩০০ জনের হত্যার কথা বলছে কিন্তু হত্যার সংখ্যা তের হাজার ছাড়িয়ে যাবে।এসব হত্যাকান্ডের ঘটনা অনিচ্ছাকৃতভাবে ঘটেছে বলে এক বিবৃতি মার্কিন সাম্রাজ্যবাদী গোষ্ঠী মুসলমানদের সাথে তামাশা করছে। পীর সাহেব চরমোনাই বলেন, সা¤্রাজ্যবাদী গোষ্ঠী বিশ্বব্যাপী মুসলমানদের উত্থানে ভীতসন্ত্রস্ত হয়ে মুসলমানদের বিরুদ্ধে হত্যাযজ্ঞে নেমেছে। পাঁচ বছর আগে কথিত আইএসের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে তারা ৩৪ হাজার ৫০২টি আক্রমণ চালিয়েছে বলেও জানিয়েছে। জোটটি তাদের হামলায় এক হাজার ৩০০ বেসামরিক নিহতের কথা বললেও এ সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
পীর সাহেব চরমোনাই বলেন, সাম্রাজ্যবাদী ইঙ্গ-মার্কিন গোষ্ঠী বিশ্বের দেশে দেশে মুসলিম হত্যায় মাঠে নেমেছে। যেখানে মুসলিম শক্তির উত্থান হচ্ছে সেখানেই তাদের হামলা অব্যাহতভাবে চলছে। তিনি মুসলিম উম্মাহকে ঈঙ্গ-মার্কিণ সাম্রাজ্যবাদী গোষ্ঠীর মুসলিম বিরোধী অভিযানকে রুখে দেওয়ার আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।