Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় ঈদগাহ প্রস্তুত

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ঈদুল ফিতরের জামাতের জন্য জাতীয় ঈদগাহ প্রস্তুত। ঈদের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ঈদগাহ ময়দানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে আবহাওয়াজনিত কারণে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় হবে ঈদের প্রধান জামাত। গতকাল রোববার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরের ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জাতীয় ঈদগাহে কমবেশি এক লাখ মুসল্লি যাতে ঈদের নামাজ আদায় করতে পারেন সে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে ৫ হাজার নারী মুসল্লির নামাজের ব্যবস্থা। একই সময় কমপক্ষে দেড় থেকে দুই শত মুসল্লি যাতে অজু করতে পারেন এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে।

মেয়র খোকন বলেন, ঈদের জামাত অনেক সময় ময়দান ছাপিয়ে জাতীয় ঈদগাহের বাইরের রাস্তায় চলে যায়। সেজন্য মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে প্রেসক্লাব থেকে মৎস্যভবন পর্যন্ত রাস্তায় চাদর ও মাইকের ব্যবস্থা করা হবে। যাতে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুতের জন্য জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। গরমের জন্য থাকছে ফ্যান। পর্যাপ্ত লাইটিং ও সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ইতোমধ্যে ময়দানের দায়িত্ব নিয়েছে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবেন। অতিরিক্ত বৃষ্টি হলে পানি নিষ্কাশনের যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। সতর্ক অবস্থায় থাকবেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরাও। এ সময় ডিএসসিসির সিইও মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় ঈদগাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ