মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তাইওয়ানের ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন হুয়াওয়ের কয়েকটি মডেলের ফোনের উৎপাদন কমিয়ে দিয়েছে। হুয়াওয়ের তরফ থেকে নির্দেশ আসার পরই ফোন উৎপাদনে কাঁটছাট করে ফক্সকন। হুয়াওয়ে ছাড়াও অ্যাপল ও শাওমির ফোন তৈরি করে প্রতিষ্ঠানটি। গোপন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ফক্সকন। এটা হুয়াওয়ের স্বল্প মেয়াদি নাকি দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত তা জানা যায়নি। তবে এর ফলে শীর্ষ স্মার্টফোন সরবরাহকারীর তালিকায় নাম লেখানো হুয়াওয়ের জন্য প্রায় অসম্ভব হয়ে পরবে। গত বছর বাজারে ২০ কোটি স্মার্টফোন সরবরাহ করেছিল তারা। একই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে আগামী বছর নাগাদ তারা শীর্ষ স্মার্টফোন নির্মাতাকারীর আসনে বসতো। কিন্তু গত মে মাসে হুয়াওয়ের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোর বাণিজ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর এখন পর্যন্ত গুগল, ইন্টেল, কোয়ালকম, ব্রডকম ও এআরএম হুয়াওয়ের সঙ্গে ব্যবসায়িক লেনদেন বাতিল করেছে। গুগলের সঙ্গে চুক্তি বাতিল হওয়ায় নতুন ডিভাইসে অ্যাড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।