Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ৭ দিনে ৩ জনের মৃত্যু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ৪:৩৫ পিএম

পাবনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এক সপ্তাহের ব্যবধানে এক প্রকৌশলীসহ ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শনিবার দুপুরে আবাসিক প্রকল্প গ্রীন সিটির নির্মাণ শ্রমিক আল আমিনের মাথার উপর ইট পড়ে তার মৃত্যু হয়।গ্রীন সিটির ৪ নম্বর ভবনের ১৬ তলা থেকে তার মাথার উপর ইট পড়ে । গুরুতর আহত অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আল আমিন বালিশ সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্টার প্রাইজের অধীন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। সে নিলফামারী জেলার ডোমার উপজেলার আবুল হাশেমের পুত্র । এর আগে ৩০ মে সাইফুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মাথার উপর লোহার পাইপ পড়লে সে নিহত হয়। তার আগে বিষাক্ত মদ্যপানে রূপপুর পারমাণবিক প্রকল্পের এক রুশ প্রকৌশলীর মৃত্যু হয় । পাবনা ঈশ্বরদী থানায় ৩টি মৃত্যুর ব্যাপারে অপমৃত্যু জনিত মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ