Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূল এনডিএম-এর সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (তৃণমূল এনডিএম) চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, দেশের বড় দুই দল মানুষের আশা আঙখানকা পূরণে ব্যর্থ হয়েছে। তাই এই দুই দলের প্রতি মানুষের আস্থা নেই। তৃণমূল সাধারণ মানুষের আস্থার জায়গা হবে তৃণমূল এনডিএম। আমরা লড়ছি গণমানুষের অধিকার আদায়সহ সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। গতকাল শনিবার বিকালে নগরীর চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখার দ্বি-বাষির্কী কর্মী সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সংগঠনের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়. সম্মেলনে নজরুল ইসলাম হায়দারকে সভাপতি আবু জাফরবাবুকে সাধারণ সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। সংগঠনটির চট্টগ্রাম জলা শাখার আহবায়ক মো: নজরুল ইসলাম হায়দারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট কাইছারুল ইসলাম, মোহাম্মদ রাজ্জাকুল হায়দার , এডভোকেট আবদুল্লাহ বাগমার, ভাইস চেয়ারম্যান মো: কাজী শহিদুল্লাহ, মো: আবদুর রব, চেয়ারম্যানের উপদেষ্টা মো. আলী মাস্টার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃণমূল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ