Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীর হোটেল থেকে হাফেজসহ দু’জনকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ জুন, ২০১৯, ১০:৪৭ পিএম

শনিবার ভোরে ঈশ্বরদীর একটি আবাসিক হোটেল থেকে এক হাফেজসহ দু’জনকে ১০৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতদের বাড়ী দিনাজপুরের হাকিমপুর থানার নয়ানগর গ্রামে।
থানা সূত্র জানায়, ঈদকে সামনে রেখে সন্ত্রাসী,জঙ্গি ও মাদক ব্যবসায়ী দমনে ঈশ্বরদী থানা পুলিশের পক্ষ থেকে শনিবার রাতে শহরের বিভিন্ন আবসিক হোটেলে বিশেষ অভিযান চালানো হয়। ওসি বাহাউদ্দিন ফারুকির নেতৃত্বে অভিযান চালানো হয়। কোন হোটেলে কিছু না পাওয়া গেলেও ডন ইন্টারন্যাশনালের চতুর্থ তলার ২০১ নম্বর রুমে অভিযান চালিয়ে প্রথমে দিনাজপুরের হাকিমপুর থানার নয়ানগর গ্রামের মিরাজ উদ্দিন মন্ডলের ছেলে হাফেজ আরিফ আল মামুন ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শোভন ইসলামকে পুলিশ আট করে । পরে তল্লাসী করে তাদের ট্রলিব্যাগ থেকে ১০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ