Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

কংগ্রেসের পার্লামেন্টারি নেতা হচ্ছেন সোনিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

সদ্যসমাপ্ত নির্বাচনে বাজে ফল করার পর লোকসভায় কংগ্রেস সংসদ সদস্যদের নেতা হিসেবে দলটির সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকেই দেখা যেতে পারে। শনিবার সকালে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকের আগে আগে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শীর্ষ নেতা এ ইঙ্গিত দিয়েছেন, জানিয়েছে এনডিটিভি। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-ই নবগঠিত পার্লামেন্টে কংগ্রেসের দলনেতা হিসেবে সোনিয়ার নাম প্রস্তাব করবেন বলেও সূত্রগুলো জানিয়েছে। চলতি বছরের এপ্রিল-মেতে হওয়া নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছে মাত্র ৫২টি; গতবারের চেয়ে এ সংখ্যা ৬টি বেশি হলেও লোকসভায় বিরোধীদলের মর্যাদা পেতে কংগ্রেসের দরকার ছিল অন্তত ৫৫টি আসন। যে কারণে সোনিয়া সংসদে দলের দায়িত্ব নিলেও তিনি ‘বিরোধীদলীয় নেতার’ মর্যাদা পাচ্ছেন না। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ