Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্জিনিয়ায় গুলিতে নিহত ১২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি সরকারি ভবনে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। সন্দেহভাজন ওই হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটিতে দীর্ঘদিন ধরে কাজ করা এক সরকারী কর্মী, জানিয়েছে পুলিশ। বন্দুকধারীর নাম প্রকাশ করা হয়নি; পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের পর তারও লাশ পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে। শুক্রবার ভার্জিনিয়ার মিউনিসিপাল সেন্টারে বিকাল চারটার কিছু পরে শুরু হওয়া এ ‘ম্যাস শুটিংয়ে’ এক পুলিশ সদস্যসহ ৬জন আহতও হয়েছেন। ওই মিউনিসিপাল সেন্টারে শহর কর্তৃপক্ষের বেশ কয়েকটি ভবন অবস্থিত। গুলির খবর পেয়েই পুলিশ ভবনগুলো ঘিরে ফেলে ভেতরে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বের করে আনার কাজ শুরু করে। বন্দুকধারী পরে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ভার্জিনিয়ার পুলিশপ্রধান জেমস কারভেরা। সরকারি ভবনে বন্দুকধারীর হামলার কথা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ঘটনাটির তদন্তে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। “শহরের ইতিহাসে এটি সবচেয়ে ধ্বংসাত্মক দিন,” বলেছেন ভার্জিনিয় বিচের মেয়র রবার্ট ডায়ার। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে রওনা হওয়ার কথা জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর রালফ নর্থহাম। ভার্জিনিয়ার পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন হামলাকারী ভার্জিনিয়া বিচ সিটির একজন সরকারি কর্মচারী। দীর্ঘদিন ধরে কর্মরত ওই সন্দেহভাজন জনসেবা সরবরাহকারী ভবনে নির্বিচার গুলি চালানোর পর পুলিশের গুলিতে নিহত হয়। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। ভার্জিনিয়া বিচ শহরের পৌর ভবনের দুই নম্বর ভবনে গুলির ঘটনা ঘটে। মার্কিন নজরদারি ওয়েবসাইট গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটা ছিল ১৫০তম নির্বিচার গুলির ঘটনা। স্থানীয় পুলিশ প্রধান জেমস কারভেরা জানিয়েছেন, বন্দুকধারী পুরিশ কর্মকর্তাদের দিকে ফিরে গুলি শুরু করলে পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়। পুলিশের ধারণা, বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে। এই ঘটনায় নিহত ১১ ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জনের আহত হওয়ার কথা জানা গেলেও তাদের আঘাতের ধরণ সম্পর্কেও জানানো হয়নি। জেমস কারভেরা জানিয়েছেন, পুলিশ কর্মকর্তার ভেস্টে গুলিবিদ্ধ হওয়ায় তার প্রাণ বেঁচে গেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ