মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের মুম্বাইয়ের একটি রেলওয়ে স্টেশনের শৌচাগার থেকে সংগ্রহ করা পানি ব্যবহার করে একজন রাস্তার খাবার বিক্রেতা খাবার বানাচ্ছেন, এমন ভিডিও স¤প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি মুম্বাইয়ের ফুড অ্যান্ড ড্রাগ বিভাগের (এফডিএ) নজরে আসলে কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করার কথা জানান। পাশাপাশি এ ধরনের দূষিত পানি খাবার তৈরিতে ব্যবহার না করার জন্য জনস্বার্থে একটি বিজ্ঞপ্তিও দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে এফডিএ কর্মকর্তা শৈলেশ আদভকে উদ্ধৃত করে বলা হয়, ‘ভিডিওটি আমরা দেখেছি। এ বিষয়ে তদন্ত করে এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা। এ ধরনের পানি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’ এসব ক্ষেত্রে জড়িতদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে এফডিএ কর্মকর্তা বলেন, ‘এসব বিক্রেতাদের ধরার পর তাদের লাইসেন্স আছে কিনা পরীক্ষা করা হবে। তাদের কাছে কোনো দূষিত পানি থাকলে তা জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ হিন্দুস্তান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।