মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দূষণ আর বর্জ্য দূর করতে আমরা কত কিছুই না করে যাচ্ছি। তবে ভারতের আসামের প্রত্যন্ত এলাকার একটি স্কুল দূষণ আর বর্জ্য দূর করতে নিয়েছে এক অভূতপূর্ব পদ্ধতি। এ স্কুলটির সব কিছুই অন্যরকম। ব্যাগের বোঝা নেই, সিলেবাস শেষ করার তাড়া নেই, শিক্ষক-শিক্ষিকার চোখ রাঙানি নেই। পড়াশোনার ধরন একেবারেই আধুনিক। আরও অবাক হওয়ার মতো বিষয় হল এ স্কুলের শিক্ষা ফি। পড়াশোনার খরচ বাবদ এ স্কুলের শিক্ষার্থীদের জমা দিতে হয় প্লাস্টিক, পলিথিন, বা এ ধরনের সামগ্রী। ইন্ডিয়া টাইমসের এক সংবাদ থেকে জানা যায়, আসামের গুয়াহাটি থেকে প্রায় ৮ কিলোমিটার দূরত্বে পামোহিতে গাছপালা ঘেরা এই স্কুলের নাম ‘অক্ষর’। মাত্র বছর তিনেক আগে, ২০১৬ সালে যাত্রা শুরু করে স্কুলটি। এখানকার মানুষজনের পেশা হয় পাথর কাটা, না হলে রাজমিস্ত্রি। চা শ্রমিকও আছেন কেউ কেউ। অভাবের সংসারে ছেলেমেয়েদের স্কুলে পাঠানোটা তাদের কাছে বিলাসিতা। ইন্ডিয়া টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।